অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে বিদ্ধস্ত বিমানে নিহত রুশ নাগরিকদের জন্য রবিবার রাশিয়া জাতীয় শোক দিবস পালন করছে


Egyptian Army soldiers stand near luggage and personal effects of passengers a day after a passenger jet bound for St. Petersburg, Russia crashed in Hassana, Egypt, Nov. 1, 2015.
Egyptian Army soldiers stand near luggage and personal effects of passengers a day after a passenger jet bound for St. Petersburg, Russia crashed in Hassana, Egypt, Nov. 1, 2015.

শনিবার মিশরের সাইনাই উপদ্বীপে যে রুশ বিমান বিদ্ধস্ত হয় তাতে ২২৪জন প্রাণ হারায়। রাশিয়া রবিবার জাতীয় শোক দিবস পালন করছে।

মেট্রোজেট চার্টার ফ্লাইটে প্রায় সকল যাত্রীই ছিলেন রুশ পর্যটক। তারা মিশরের বিনোদনের শহর শার্ম আল শেখ থেকে সেন্ট পিটার্সবার্গে ফিরে যাচ্ছিলেন। যারা মারা গেছেন তাদের মধ্যে তিন জন ইউক্রেনের নাগরিক ছিলেন।

জরুরী বিভাগের কর্মীরা অন্তত ১২৯জনের দেহ পেয়েছে। উদ্ধারকর্মীরা বিমানের দুটি black boxও পেয়েছে। ওই black boxগুলোতে বিমানের ফ্লাইটের তথ্য এবং বৈমানিকদের কথোপোকথন রেকর্ড করা থাকে।

মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি, রবিবার বলেছেন তদন্ত সম্পন্ন করতে কয়েক মাস সময় লাগতে পারে।

XS
SM
MD
LG