অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে রুশ যাত্রীবাহী বিমান বোমা বিস্ফোরণে বিধ্বস্ত হয়েছে বলে বলা হচ্ছে, মিশর একমত নয়


An armed security worker talks on his phone in front of the luggage screening section at the airport of Sharm el-Sheikh, Egypt, Nov. 7, 2015.
An armed security worker talks on his phone in front of the luggage screening section at the airport of Sharm el-Sheikh, Egypt, Nov. 7, 2015.

গত সপ্তাহে সাইনাই উপদ্বীপের আকাশে একটি রুশ যাত্রীবাহী বিমান বোমা বিস্ফোরণেই বিধ্বস্ত হয়েছে বলে সব ইঙ্গিত পাওয়া যাচ্ছে, মিশরের তদন্ত টিমের প্রধান বলছেন এখন পর্যন্ত চুড়ান্ত ভাবে কোন উপসংহারে আসা যায়নি।

বিমানটি ভেঙে পড়ার সময় শেষ মুহূর্তে ককপিটের রেকর্ডিংয়ে যে শব্দ শোনা গেছে তাতে সবাই মনোযোগ দিচ্ছে। কিন্তু মিশরের প্রধান তদন্তকারী আইমান আল মুকাদ্দম বলেছেন তার টিম এখনও নির্ধারণ করতে পারেনি যে ওই শব্দ বোমার বিস্ফোরণের বা অন্য কিছুর শব্দ কিনা।

শনিবার মিশরের সাইনাই উপদ্বীপে ২২৪জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় রাশিয়ার এ-৩২১ মডেলের একটি বিমান। আরোহীদের কেউই বেঁচে নেই। নিহত আরোহীদের বেশির ভাগই রাশিয়ার নাগরিক।

XS
SM
MD
LG