অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরের আদালত মুসলিম ব্রাদারহুডের ৬৮৩জন সমর্থককে মৃত্যুদন্ড দিয়েছে


আদালতে রায়ের পর আসামীদের স্বজনদের আহাজারি
আদালতে রায়ের পর আসামীদের স্বজনদের আহাজারি
মিশরের একটি আদালত একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা এবং অন্যান্য সহিংস কর্মকান্ডের জন্যে মুসলিম ব্রাদারহুডের ৬৮৩জন সমর্থককে মৃত্যুদন্ড দিয়েছে।

কায়রোর ২০০ কিলোমিটার দক্ষিণের শহর মিনিয়ার একজন বিচারক, আজ সোমবার আদালতে ঐ রায় দেন।

গত আগস্টে মিনিয়া ও মিশরের অন্যান্য স্থানে যে মারাত্মক দাঙ্গা ছড়িয়ে পড়ে তারই প্রেক্ষিতে ঐ মামলা। নিরাপত্তা বাহিনী ব্রাদারহুডের প্রতিবাদ বিক্ষোভ সহিংসভাবে দমন করতে গেলে ঐ দাঙ্গা শুরু হয়।

গত মাসে, ঐ একই আদালত, ঐ একই অভিযোগে ৫২৯ জন আসামীকে মৃত্যুদন্ড দেয়। ঐ মামলার শুনানি চলে মাত্র দুদিন। এর ফলে, আন্তর্জাতিক মহলে মামলার বৈধতা ও নিরপেক্ষতা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

মিশরের অন্তর্বর্তী কর্তৃপক্ষ ব্রাদারহুডকে দমন পীড়ন করছে। তাদেরকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দেয়া হয়েছে এবং সংগঠনের বহু নেতাকে গ্রেফতার করা হয়েছে।
XS
SM
MD
LG