অ্যাকসেসিবিলিটি লিংক

কায়রোতে প্রতিবাদকারীরা ছত্রভঙ্গ হওয়ার সামরিক নির্দেশ অমান্য করছে


মিশরে বিক্ষোভকারীদের প্রতি অবস্থান ধর্মঘট অবসানের এবং ছত্রভঙ্গ হওয়ার, নিরাপত্তা বাহিনী নির্দেশ সত্বেও, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির সমর্থকরা মিশরের রাজধানীতে তাদের প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রেখেছে।

কায়রোর নাসের শহরে রবিবার সকালে পরিস্থিতি শান্ত ছিল। শুক্রবারের পর থেকে কায়রো এবং অ্যালেকজেন্দ্রিয়ায় নিরাপত্তা বাহিনী ও মোরসির সমর্থকদের মধ্যে লড়াইয়ে, অন্তত চুয়াত্তর জন নিহত হয়। প্রায় ১ হাজার মানুষ আহত হয়।

শনিবার মি মোরসির মুসলিম ব্রাদারহুড আন্দোলন থেকে বলা হয় নাসের শহরে নিরস্ত্র বিক্ষোভকারীদের উপরে পুলিশ গুলি চালায়। সেখানে কয়েক সপ্তাহ ধরে গ্রুপের সসদস্যরা অবস্থান ধর্মঘট করছে এবং মোরসিকে পুনর্বহাল করার জন্য দাবী জানাচ্ছে।

মিশরের কর্মকর্তারা ওই অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন পুলিশ শুধু কাদানে গ্যাস ছুড়েছে এবং মোরসি সমর্থকরা সহিংসতার জন্য দায়ী।
XS
SM
MD
LG