অ্যাকসেসিবিলিটি লিংক

মুসলিম ব্রাদারহুড বলছে তারা বিক্ষোভ অব্যাহত রাখবে


মিশরের মুসলিম ব্রাদারহুড বলছে, তারা তাদের বিক্ষোভ অব্যাহত রাখবে। শুক্রবারের সংঘর্ষে সেখানে প্রায় একশো মানুষ নিহত হয়েছে।

মিশরের মুসলিম ব্রাদারহুড বলছে, তারা তাদের বিক্ষোভ অব্যাহত রাখবে। শুক্রবারের সংঘর্ষে সেখানে প্রায় একশো মানুষ নিহত হয়েছে। ব্রাদারহুড দলের কর্মকর্তারা সমর্থকদের প্রতি আহবান জানিয়েছেন যাতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহামেদ মোরসিকে পুনর্বহাল না করা পর্যন্ত তারা বিক্ষোভ অব্যাহত রাখে। মিশরে সরকার আরোপিত জরুরী অবস্থা জারীর প্রতিবাদে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসলে নিরাপত্তা বাহিনী তাদের ওপরে কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছোঁড়ে। প্রতিবাদকারীরা দিনটিকে ক্রোধ দিবস হিসেবে বর্ণনা করে। আল জাজিরা সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রামসেস চত্বরে নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছে। মিসরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জনগণকে সতর্ক করা হয়েছে, তারা যেন কায়রোর রাস্তা থেকে সরে যায়। রয়টারের খবরে বলা হয়েছে কায়রোর মধ্যাঞ্চলে ২৭ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, কায়রো এবং আরো অন্যান্য শহরে শুক্রবার গুলির আওয়াজ পাওয়া যায়। টেলিভিশনে দেখা গেছে উত্তরাঞ্চলীয় তান্তা শহরে বিক্ষোভকারীরা লড়াই করছে। সাংবাদিকরা বলেন নিরাপত্তা বাহিনী ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোরসির সমর্থকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস এবং গুলি চালায়। দুপুরের নামাজের পর মিশরব্যাপী মোরসীর হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে পড়ে।
XS
SM
MD
LG