অ্যাকসেসিবিলিটি লিংক

য়ুরোপিয় য়ুনিয়নের নিতি নির্ধারণী প্রধাণ ক্যাথরীন এ্যাশটন মি:মোরসির সঙ্গে দেখা করলেন


মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহামেদ মোরসীর সমর্থকেরা মঙ্গলবার আরো বেশি বেশি গণ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে । ইতিমধ্যে য়ুরোপিয় য়ুনিয়নের শীর্ষ কূটনীতিক বলেছেন – প্রাক্তন প্রেসিডেন্ট ভালো আছেন – বন্ধূত্বপূর্ণ পরিবেশে তাঁর সঙ্গে অকপটে তাঁর খোলামেলা কথাবার্তা হয়েছে – মিশরের রাজনৈতিক সংকট নিয়ে । য়ুরোপিয় য়ুনিয়নের নিতি নির্ধারণী প্রধাণ ক্যাথরীন এ্যাশটন বলেছেন – মি:মোরসির সঙ্গে দেখা করতে পারবেন , এ শর্তেই তিনি মিশর সফরে যান এবং মিশরের কর্তাব্যক্তিরা তাঁকে অবাধেই এ সুযোগ দিয়েছেন । এ্যাশটান বলেন –কোথায় মি:মোরসীকে আটকিয়ে রাখা হয়েছে তা তিনি বলতে পারছেন না এবং তাঁর কাছে তিনি যেসব মন্তব্য করেছেন সেসব নিয়ে কোনো ব্যাখ্যা-বিশ্লেষনে যেতে তিনি চান না । ক্যাথারিন এ্যাশটান বলেন – কি করতে হবে তা বলতে এখানে আসিনি আমি , এ আপনাদেরই দেশ – মিশরের জনগনকেই সামনের পানে এগিয়ে চলার ব্যাপারে এককাট্রা হয়ে সিদ্ধান্ত নিতে হবে ।এ্যাশটনের পাশে দাঁড়িয়ে একই সংবাদ সম্মেলনে অন্তবর্তি ভাইস প্রেসিডেন্ট মোহামেদ এল বারাদেই বলেন – সামনে এগিয়ে চলার কোনো রাজনৈতিক প্রক্রিয়ার অংশ মি:মোরসী হবেন না । প্রায় মাস খানেক আগে সামরিক বাহিনী তাঁকে আটকানোর পর আন্তর্জাতিক কোনো কূটনীতিকের সঙ্গে এই প্রথম তাঁর যোগাযোগ হলো ।
XS
SM
MD
LG