অ্যাকসেসিবিলিটি লিংক

গীর্জায় নিহতদের উদ্দেশ্যে আজ প্রার্থনা সভা অনুষ্ঠিত


আত্মঘাতী আক্রমণের পর প্রার্থনায় ও প্রতিজ্ঞায় মিশরের খ্রীষ্টান
আত্মঘাতী আক্রমণের পর প্রার্থনায় ও প্রতিজ্ঞায় মিশরের খ্রীষ্টান

খ্রীষ্টানরা মিশরের কপ্টিক গীর্জায় আজ রোববারের প্রার্থনায় যোগ দিয়েছেন। ঐ গীর্জাতেই গতকাল বাহ্যত আত্মঘাতী বোমা হামলায় ২১ জন উপাসনাকারী নিহত এবং আরও বহু লোক আহত হন।

মিশরের উত্তরাঞ্চলের আলেকজান্দ্রিয়া শহরে গতকাল ভোর বেলার আক্রমণে রক্তের দাগ এই প্রার্থনার সময়েও পরিস্কার দেখা যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা বলছেন ঐ বোমা হামলার পর কপ্টিক খ্রীষ্টানরা ঐ গীর্জার উল্টোদিকের একটি মসজিদে আক্রমণ করার চেষ্টা করে এবং এর ফলে দাঙ্গা শুরু হলে , কিছু লোক আহত হয়।

মিশরের প্রেসিডেন্ট হোসনে মুবারক ঐ বোমা হামলার নিন্দে করে বলেছেন যে দেশের খ্রীষ্টান ও মুসলমানদের , তাঁর কথায় সন্ত্রাসী কার্যক্রম দ্বারা বিভক্ত হওয়া উচিৎ নয়।

মি মুবরক বলেন যে এই আক্রমণের পেছনে বিদেশিদের হাত রয়েছে। যারা মিশরের নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে , তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রত্যয় প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও এই বোমা আক্রমণের নিন্দে করেছেন।

ঐ আক্রমণটি ঘটে গীর্জাটির বাইরে যেখানে উপাসনাকারীরা সমবেত হয়েছিলেন নতুন বছর উপলক্ষে প্রার্থনায়। তবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG