অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে জনগণ সংবিধান পরিবর্তনের লক্ষে গণভোটে অংশ নিচ্ছেন ।


সামরিক বাহিনী সমর্থিত মিশরের অন্তবর্তী সরকার একটি নতুন সংবিধানের ব্যাপারে যে গণভোটের আয়োজন করেছে তাতে মিশরে জনগণ মঙ্গলবার ভোট দিয়েছেন।

দুদিন ব্যাপী এই ভোট গ্রহণে হাজার হাজার পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়্ তবে এ সব সত্বেও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ও তাঁর বিরোধীদের মধ্যে সহিংস সংঘাতে অন্তত আট জন প্রাণ হারিয়েছে।

গণভোটে অনুমোদিত হলে এই নতুন সংবিধান, ২০১২ সালে মুরসির আমলে গৃহীত ইসলামি সংবিধানের স্থলাভিষিক্ত হবে।

মুরসির পক্ষে মুসলিম ব্রাদারহুড মুভমেন্ট মিশরের জনগণকে এ সপ্তার গণভোট বর্জনের আহ্বান জানিয়ে বলেছে যে এই গণভোট হচ্ছে অবৈধ।
XS
SM
MD
LG