অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরের শীর্ষ আদালত তাদের কাজ স্থগিত করেছে


মিশরের শীর্ষ আদালত বলছে প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি’র সমর্থক ইসলামপন্থি বিক্ষোভকারীরা আজ রোববার আদারত ভবনটি ঘিরে ফেললে তারা অনির্দিষ্ট কালরে জন্যে তাদের কাজ স্থগিত রেখেছে।

Supreme Constitutional Court বলেন যে তাদের ভাষায় চাপ প্রয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আদালতের কাজ স্থগিত রাখা হয়েছে।

ইসলামপন্থিদের আধিপত্যে গঠিত আইনপরিষদ দেশের জন্যে যে নতুন সংবিধানের খসড়া তৈরি করেছে আদালত তার বৈধতা যাচাই করবে বলে কথা ছিল। কিন্ত কয়ে শ ইসলামপন্থি লোক আদালতের বাইরে বিক্ষোভ চালায়।

সাম্প্রতিক দিনগুলিতে , প্রায় তিরিশজন খ্রীষ্টান , উদারপন্থি এবং ধর্মনিরপেক্ষ সদস্য ঐ আইন পরিষদ বর্জন করছেন এই বলে যে তাদের কথায় প্রেসিডেন্ট মোরসির সমর্থকরা গোটা প্রক্রিয়াকেই ছিনতাই করেছে।
XS
SM
MD
LG