অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনের রাজধানী সানায় আটজন নিহত


ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ এবং বিরোধী বাহিনীর মধ্যে সংঘাতে রাজধানী সানায় অন্তত আটজন নিহত হয়েছে। চিকিৎসা কর্মিরা বলেছেন যে আজকের এই লড়াইয়ে যারা নিহত হয়েছে তাদের মধ্যে অন্তত তিনজন শহরের চেঞ্জ স্কোয়ারে ছিল যা সরকার বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। অন্যরা সানার চারপাশে রাতভর যুদ্ধে নিহত হয়। এই সংঘর্ষের ঠিক একদিন আগে অনুগত বাহিনী রাজধানীতে প্রতিবাদকারীদের ওপর গুলি চালালে চারজন নিহত হয়। সক্রিয় কর্মিরা বলছেন যে প্রেসিডেন্ট-এর পদত্যাগের দাবিতে গতকাল রোববার হাজার হাজার লোক সমবেত হয়। খবরে আরো জানা গেছে যে দক্ষিণের তায়েজ শহরে একজন নিহত হয়। মি সালেহ-র তেত্রিশ বছরের শাসনের বিরুদ্ধে দশ মাস ধরে বিক্ষোভের পরও তিনি ক্ষমতায় বহাল আছেন।

তিনি এ মাসের গোড়ার দিকে তার ভাষণে আবারও বলেছেন যে তিনি বিরোধীদের কাছে ক্ষমতা হস্তান্তরিত করবেন না।

XS
SM
MD
LG