অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট হোসনে মুবারকের পদত্যাগ করা উচিৎ: এল বারাদেই


প্রেসিডেন্ট হোসনে মুবারকের পদত্যাগ করা উচিৎ: এল বারাদেই
প্রেসিডেন্ট হোসনে মুবারকের পদত্যাগ করা উচিৎ: এল বারাদেই

মিশরের সক্রিয়বাদি ব্যক্তি এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এল বারাদেই বলছেন যে প্রেসিডেন্ট হোসনে মুবারকের শাসনের বিরুদ্ধে বিক্ষোভের পরিসমাপ্তি ঘটানোর লক্ষে , মি মুবারকের পদত্যাগ করা উচিৎ।

জাতিসংঘের পারমানবিক নজরদারি সংস্থার প্রাক্তন প্রধান আজ সংবাদ মাধ্যমগুলোকে বলেছেন যে গতকাল প্রেসিডেন্ট মুবারক যে নতুন সরকার গঠনের প্রতিশ্রুতি প্রকাশ করে ভাষণ দিয়েছেন , সেই ভাষণটি ছিল মিশরবাসীর জন্যে হতাশাব্যঞ্জক।

এল বারাদেই বলেন মি মুবারক জনগণের রাজনৈতিক , অর্থনৈতিক ও সামাজিক দাবি মেটাতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন জনগণ একটি নতুন মিশর গড়ে তুলতে চায় , যা হবে মুক্ত ও গণতান্ত্রিক।

মিশরের ঐ ব্যাপক জনবিক্ষোভে যোগ দেয়ার জন্যে সময় মতোই এল বারাদেই গতকাল ভিয়েনা থেকে মিশরের রাজধানী কায়রোতে গিয়ে পৌছান। তিনি বলেন যে তিনি বিরোধীদের এই আন্দোলনে নের্তৃত্ব দিতে প্রস্তুত। সংবাদ মাধ্যমের খবরে জানা যায় যে গতকাল শুক্রবার মিশরের কর্তৃপক্ষ এল বারাদেইয়ের ওপর জলকামান ব্যবহার করে এবং তাঁকে একটি মসজিদ থেকে বেরুতে সাময়িক ভাবে বাধা দেয়। তিনি । মসজিদে আশ্রয় নিয়েছিলেন।

XS
SM
MD
LG