অ্যাকসেসিবিলিটি লিংক

ইথিওপিয়ায় প্রলয়ংকারী বন্যা


৫০ বছরের মধ্যে জঘন্যতম খরার পর ইথিওপিয়ার নগর,জনপদ,ক্ষেতখামার আর বাসস্থালি আজ বন্যায় প্লাবিত I ইতিমধ্যেই বানভাসি হয়েছেন হাজার হাজার মানুষ,কয়েক ডজন লোক প্রাণ হারিয়েছেন I জনগোষ্ঠির ৩/৪ কৃষিকাজের ওপর নির্ভরশীল হওয়ায় অর্থনৈতিক দিক দিয়ে এর প্রভাব পড়বে অপরিসীম I

সাহায্যদাতা সংস্থাগুলির অনুমান যে অব্যাহত প্লাবন দু লক্ষ জনগনকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করবে এবং আনুমানিক ৪,৮৫,০০০ জনগণ সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন I খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে Amhara ,দক্ষিনাঞ্চলীয় এলাকা Tigray ,Oromia এবং সোমালি অঞ্চল এবং যেখানকার পরিস্থিতি ভয়াবহ বলে জানানো হয়েছে I

XS
SM
MD
LG