অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটেনের বিষয়ে আস্থা ও আগ্রহ প্রকাশ করেছেন ই.ইউ নেতারা


ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে শীর্ষ নেতারা, ঐ গোষ্ঠিতে ব্রিটেনের থাকার ব্যাপারে তাঁদের আস্থা ও আগ্রহ প্রকাশ করেছেন। ব্রাসেলস’এ দু'দিন ব্যাপী শীর্ষ বৈঠকের আগে আজ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যাঁ ক্লদ জাঙ্কার সংবাদদাতাদের বলেন যে, তিনি এ ব্যাপারে আস্থাশীল যে এবারের এই ইউরোপীয় কাউন্সিলে এ ব্যাপারে একটা চুক্তি হবে। কিছু প্রশ্নের জবাব দিতে হবে তিনি মনে করেন ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের গঠনশীল এবং সক্রিয় সদস্য হবে।

ঐ সংবাদ সম্মেলনে ইউরোপীয় সংসদের প্রেসিডেন্ট মার্টিন শুল্টজ বলেন যে, যুক্তরাজ্য যাতে ই. ইউ’র সদস্যপদ অব্যাহত রাখে, সে ব্যাপারে সকলেরই বড় রকমের আগ্রহ রয়েছে। তিনি বলেন যে, একত্রিত হয়ে গঠনমূলক কাজ করা যাবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ইউরোপীয় ইউনিয়নের যে সংস্কার চাইছেন সে ব্যাপারে এ সপ্তার গোড়ার দিকে তিনি ই. ইউ’র উভয় নেতার কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছেন।

XS
SM
MD
LG