অ্যাকসেসিবিলিটি লিংক

হাজার হাজার অভিবাসীকে তুরস্কে ফিরিয়ে দিতে সমঝোতায় পৌঁছেছে ইইউ


ইউরোপীয় ইউনিয়নের নেতারা মঙ্গলবার জানিয়েছেন, হাজার হাজার অভিবাসীকে তুরস্কে ফিরিয়ে দিতে তারা আঙ্কারার সঙ্গে সম্ভাব্য সমঝোতায় পৌঁছেছেন। এবং আগামী সপ্তাহের শীর্ষ সম্মেলনে একটি পূর্নাঙ্গ চুক্তিতে পৌঁছানোর বিষয়ে তারা আত্মবিশ্বাসী।

কয়েক মাসের মতবিরোধ এবং ২৮টি ইইউ দেশের মধ্যে ক্রমবর্ধমান কলহের পর নেতারা বলেন, তারা উদ্বাস্তুদের সাহায্যে তুরস্ককে আরো অর্থ দিতে সম্মত হয়েছে। এছাড়া দ্রুতগতিতে তুর্কিদের জন্য প্রয়োজনীয় ভিসার ব্যবস্থা এবং ইউরোপের দিকে অভিবাসীদের প্রবাহে বাঁধা দিতে সাহায্য করার পরিবর্তে আঙ্কারা সমর্থনের আলোচনায় গতি বাড়াতে সম্মত হয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেন, সম্মেলন আশার সৃষ্টি করেছে যে, ইউরোপের সংহতি এবং তুরস্কের সঙ্গে সমন্বয়ে দক্ষতার মাধ্যমে শরণার্থীর মোকাবেলা করা যাবে।

এখন সবার দৃষ্টি নিবদ্ধ ১৭ মার্চ এবং দুই দিনের শীর্ষ সম্মেলনের শুরুর দিকে। যেখানে প্রতিশ্রুতির চূড়ান্তকরন এবং একটি চুক্তিতে সম্মত হওয়ার চেষ্টা করবেন নেতারা। আর ঐ চুক্তির মাধ্যমে চলতি বছরের শেষ নাগাদ সীমান্ত স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছেন নেতারা।

XS
SM
MD
LG