অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ মৃত্যুদণ্ড বিলোপের জন্য জাতিসংঘের নেয়া প্রস্তাব বাস্তবায়ন করবে: আশা ইইউ'র


ইউরোপীয় ইউনিয়ন আশা প্রকাশ করেছে যে, বাংলাদেশ মৃত্যুদণ্ড বিলোপের জন্য জাতিসংঘের নেয়া প্রস্তাব বাস্তবায়নের করবে।

ঢাকায় ইইউ দেশ সমূহের রাষ্ট্রদূতরা বিশ্ব মৃত্যুদণ্ড বিরোধী দিবস এবং ইউরোপিয়ান মৃত্যুদণ্ড বিরোধী দিবস উপলক্ষে জাতীয় দৈনিক সমূহের সম্পাদকদের কাছে সোমবার পাঠানো এক চিঠিতে বলেছেন, এ প্রস্তাব বাস্তবায়ন করে বাংলাদেশ তার জনগণের মৌলিক অধিকার এবং মানবিক মর্যাদাকে সমুন্নত করবে।

চিঠিতে রাষ্ট্রদূতরা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ইইউ এর ২৮ টি সদস্য রাষ্ট্রের অবস্থান পুনঃব্যক্ত করে মৃত্যুদণ্ডকে একটি অমানবিক এবং অপ্রয়োজনীয় শাস্তি বলে আখ্যায়িত করেছেন। পৃথিবীর কোন আইনি ব্যবস্থাই ত্রুটি মুক্ত নয় বলে উল্লেখ করে তাঁরা বলেন, বিচার প্রক্রিয়ায় সামান্য ত্রুটির কারণে একটি নিরাপরাধ জীবনের দুঃখজনক সমাপ্তি ঘটতে পারে, যা কারো কাম্য হতে পারে না।

ইইউ রাষ্ট্রদূতরা বলেন, রাষ্ট্র সকল নাগরিকের মানবাধিকার রক্ষায় দায়বদ্ধ এবং সেকারণেই জীবন রক্ষার মৌলিক অধিকার থেকে রাষ্ট্র তাদের বঞ্চিত করতে পারে না। চিঠিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ ইইউ এর রাষ্ট্রদূত পিয়ারে মায়াদুনসহ ঢাকায় সকল ইইউ সদস্য রাষ্ট্রসমুহের রাষ্ট্রদূতরা। ঢাকা থেকে জহুরুল আলম।

XS
SM
MD
LG