অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপে বাংলাদেশী অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা প্রতিবছরই বাড়ছে


ইউরোপের দেশগুলোতে বাংলাদেশী অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা প্রতিবছরই বাড়ছে। আর এই বৃদ্ধি গত তিন বছরে দ্বিগুণেরও অনেক বেশি।

আন্তর্জাতিক গবেষণা সংস্থা পিও রিসার্স সেন্টার সদ্য প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলেছে, ২০১৩ সালে ইউরোপের ২৮টি দেশে বাংলাদেশী অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা ছিল ৭ হাজার; ২০১৪ সালে তা বেড়ে হয়েছে ১০ হাজার। আর ২০১৫ সালে তা এসে দাঁড়িয়েছে ১৮ হাজারে।

বিশ্বে যে ১৫টি দেশের নাগরিকেরা সবচেয়ে বেশি সংখ্যায় অভিবাসন প্রত্যাশী বাংলাদেশের অবস্থান সেই তালিকায় ১৪তম স্থানে।

সংস্থাটির গবেষণায় বলা হয়, ২০১৫ সালেই বিভিন্ন দেশের ১৩ লাখ মানুষ ইউরোপের দেশগুলোতে অভিবাসনের জন্য গেছেন। এই সংখ্যা ২০১৬ সালে আরও বাড়ছে বলে অন্যান্য সূত্র বলছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, আগস্টের প্রথম সপ্তাহের ৫ দিনে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টাকালে ৮ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সিরিয়া, ইরাক, আফগানিস্তানসহ অন্যান্য দেশের নাগরিকদের সাথে বেশ কিছু বাংলাদেশীও রয়েছেন। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG