অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপীয় ইউনিয়ন কমিশনের নতুন প্রধান হিসাবে জং ক্লড ইয়ুংকের মনোনয়ন লাভ


ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশের নেতারা ব্রাসেলসে দু’দিনের শীর্ষ বৈঠকে মিলিত হয়েছেন। তাঁরা ইউরোপীয় কমিশনের নির্বাহী শাখার নতুন প্রধান হিসেবে লুক্সেমবার্গের সাবেক প্রধানমন্ত্রী জং ক্লড ইয়ুংকে-কে মনোনীত করেছে।

২৮টি ভোটের মধ্যে ২৬টি ভোট পরে জং ক্লড ইয়ুংকের পক্ষে। বিপক্ষে ভোটদেন কেবল মাত্র মিঃ ক্যামেরুন এবং হাংগেরিয়ার প্রধানমন্ত্রী ভিক্টোর ওর্বেন।

বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন কমিশনের প্রেসিডেন্ট হিসাবে মিঃ

জং ক্লড ইয়ুংকের সম্ভাব্য নেতৃত্ব দানের বিষয়ে বিরোধী। শুক্রবার তিনি বলেন তাঁর ভাষায়, “এই সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সঠিক ব্যক্তি নন।”

এই বিষয়ে কিছু সমর্থক থাকা সত্বেও মিঃ ক্যামেরুন বলন এই সংস্থার সাধনের জন্য যে সংলল্প এবং ক্ষমতা প্রয়োজন তা মিঃ ইয়ুংকের নেই।

XS
SM
MD
LG