অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান-ইউরোপীয় ইউনিয়ন


ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান এলিজাবেথ অ্যাশটন বলছেন, ইরানের এবং পশ্চিমের মধ্যে পারমাণবিক বিষয়ে যে দর কষাকষি চলছে, তা যে একটি সমন্বিত রূপ নেবে তার কোন গ্যারান্টি নেই। এ মাসের ১৮তারিখ আবারও আলোচনা শুরু হবার কথা।

রোববার ইরানের রাজধানীতে অ্যাশটন একথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ যারিফ। তিনি আরও বলেছেন, ইরানের কর্মকর্তাদের আলোচনার লক্ষ্যবস্তু হবে দ্বিপাক্ষিক বন্ধন, আঞ্চলিক সংঘাত, মানবাধিকার এবং মার্চের ১৮ তারিখের পারমাণবিক বিষয়ক বৈঠক।

নভেম্বরে, যে অন্তর্বর্তীকালীন চুক্তি হয়, তার আওতায় ইরান ছ মাসের জন্যে ইউরেনিয়াম উত্তোলন নিয়ন্ত্রণ করবে বলে প্রতিশ্রুতি দেয়। এর বদলে ইরানের অর্থনীতিকে পঙ্গু করছে এমন কিছু পশ্চিমি নিষেধাজ্ঞা শিথিল করার কথা। জানুয়ারীর ২০ তারিখ এই চুক্তির বাস্তবায়ন শুরু হয়।
XS
SM
MD
LG