অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপীয় নেতৃবৃন্দ ছেষট্টি হাজার একশ’ কোটি ডলারের একটি স্থায়ী ঋণ মোচন তহবিল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ।


ইউরোপীয় নেতৃবৃন্দ ছেষট্টি হাজার একশ’ কোটি ডলারের একটি স্থায়ী ঋণ মোচন তহবিল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ।
ইউরোপীয় নেতৃবৃন্দ ছেষট্টি হাজার একশ’ কোটি ডলারের একটি স্থায়ী ঋণ মোচন তহবিল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ।

ইউরোপীয় নেতৃবৃন্দ ছেষট্টি হাজার একশ’ কোটি ডলারের একটি স্থায়ী ঋণ মোচন তহবিল স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন করেছেন। তাঁরা ভবিষ্যতে ঋণ সংকট পরিস্থিতি সৃষ্টি হ’লে ব্যয় সীমিত রাখার ব্যপারেও ঐকমত্যে পৌঁছোন।

সোমবার ব্রাসেলসে ই ইউ দেশ গূলোর প্রধানরা শীর্ষ সম্মেলন শুরু হবার সময়ে তাৎক্ষনিকভাবে অর্থনৈতিক সমস্যার একটা ঘটনা লক্ষ্য করেন। ২০০৫ সালের পর বেলজিয়ামের শ্রমিকেরা এই প্রথম ব্যয় সঙ্গকোচনের বিরুদ্ধে ধর্মঘট পালন করছে।

নতুন এই অর্থনৈতিক উদ্ধার তহবিল জুলাই মাস থেকে ব্যবহার করা যাবে। আগের পরিকল্পনা অনুযাইয়ী পরের বছর সেটি চালু হবার কথা ছিলো। ইউরো মুদ্রা ব্যবহারকারী ১৭ টি দেশের মধ্যে গ্রীস, আয়ারল্যান্ড আর পর্তুগাল আন্তর্জাতিক ঋণ মোচন প্রক্রিয়া গ্রহন করতে বাধ্য হয়েছে। গ্রীস এখন দ্বিতীয় সহায়তা তহবিল নেবার চেষ্টা চালাচ্ছে।

সোমবার সাতাশ রাষ্ট্রের ইউরোপীয় ইউনিয়নের ২৫ টি দেশ গোষ্ঠীর সরকারদের অতিরিক্ত ব্যয় বন্ধ করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করে। যে সব দেশ ঋণের সীমা অতিক্রম করবে, তারা নিষেধাজ্ঞার সম্মুখীন হবে। কেবল গ্রেট বৃটেন আর চেক প্রজাতন্ত্র ওই চুক্তিতে সই দিতে রাজী হয়নি। বৃটেন গতমাসেই তা প্রত্যাখ্যান করে; চেক কর্মকর্তারা বলেন, তাঁদের সংসদে প্রথম সেটির অনুমোদন নিতে হবে।

XS
SM
MD
LG