অ্যাকসেসিবিলিটি লিংক

য়ুরোপিয় য়ুনিয়ন নেতারা কড়াকড়ির ব্যয় বরাদ্দ ও রাজনৈতিক সংহতি গঠন প্রশ্নে একমত হয়েছেন


য়ুরোপিয় য়ুনিয়ন ভুক্ত দেশ সমূহের নেতারা গোটা মহাদেশের সংকট কবলিত ব্যাঙ্কগুলোর জন্যে সরাসরি প্রণোদনা জোগাতে উদ্ধার তহবিলের অর্থ ব্যয় করা নিয়ে ঐকমত্যে উপনীত হয়েছেন – দীর্ঘ মেয়াদ ভিত্তিতে আরো কড়াকড়ির ব্যয় বরাদ্দ ও রাজনৈতিক সংহতি গঠন প্রশ্নে একমত হয়েছেন তাঁরা ।

ব্রাসেলসে য়ুরোপিয় য়ুনিয়নের শীর্ষ বৈঠকে ঘন্টার পর ঘন্টা আলোচনার পর শুক্রবার সকালে এ ঐকমত্য প্রতিষ্ঠিত হয় । এ মতৈক্যের ভিত্তিতে য়ুরো মুদ্রা ব্যবহারকারি ১৭ দেশের জোটের জন্যে যৌথ একটি ব্যাঙ্ক-নজরদারী পর্ষদ গঠিত হবে এবং ঋন কবলিতদের জন্যে ঋণপত্র কিনতে উদ্ধার তহবিলের অর্থ ব্যবহারের অনুমতি মিলবে । স্পেইন ও ইটালী বর্ধমান ঋণ ব্যয় প্রশমনে মদত চাইছিলো এবং মূলত: তাদের চাহিদার প্রেক্ষিতেই এ রফা সম্পন্ন হয় । শুক্রবার সকালের বেচাকেনায় বিশ্বব্যাপী বাজার এ পরিকল্পনার খবরে চাঙ্গা হয়ে ওঠে । য়ুরো মুদ্রার মূল্যমান ডলারের বিপরিতে ওপর পানে চড়ে যায় – স্পেন ও ইটালীর জারী করা ঋণপত্রের ওপরকার সূদ হার বেশ কয়েক পয়েন্ট কমে যায় ।

বৈঠকের পর য়ুরোপিয় পরিষদের প্রেসিডেন্ট হার্মান ভ্যান রম্পুই এ ঐকমত্যে সাধুবাদ জ্ঞাপন করেন ।

XS
SM
MD
LG