অ্যাকসেসিবিলিটি লিংক

স্লোভানিয়ার সঙ্গে তার সীমান্ত বরাবর অস্ট্রিয়া একটা বেড়া তুলবে


অস্ট্রিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী জোহানা মিকল্-লাইটনার বলেছেন-স্লোভানিয়ার সঙ্গে তার সীমান্ত বরাবর অস্ট্রিয়া একটা বেড়া তুলবে, যাতে তাঁর দেশ পানে ধেয়ে আসা অভিবাসি-প্রবাহের গতি শ্লথ করা যায়। মিকল্-লাইটনার একথা ঘোষনা করেন আজ বুধবারে। বলেন-ঐ সীমান্ত বেড়া খাড়া করার লক্ষ হলো অস্ট্রিয়ায় প্রবেশ নিয়ন্ত্রিত-সুশৃঙ্খল করা,অভিবাসিদের একেবারেই আটকিয়ে দেওয়া নয়। মিকল্-লাইটনার পরিকল্পিত ঐ সীমান্ত বেড়াকে কৌশলগত প্রতিবন্ধক রুপে অভিহিত করেন- তবে এটা কখন করা হবে, কতো খরচ পড়বে এতে – এসব কিছু তিনি উল্লেখ করেন নি।

দ্বিতিয় বিশ্বযুদ্ধ পরবর্তী কালে, য়ুরোপের সবচেয়ে দুরুহ অভিবাসন সংকটের মোকাবেলা কিভাবে করা যেতে পারে সে ব্যাপারে সদস্য দেশগুলো তহবিলের সংস্থান করা ও বিশেষজ্ঞ-পরামর্শের বন্দোবস্ত নিয়ে কার্য্যকর উদ্যোগ না নেওযায় য়ুরোপিয় কমিশনের প্রেসিডেন্ট যাঁ-ক্লদ জাংকার বিরুপ সামলোচনা করেছেন সদস্য দেশগুলোর।বলেন- পরিস্থিতি যখন কিনা দৌড়ুনোর উপযোগী- সদস্য রাষ্ট্রগুলো হাঁটছে তখন ধিমা তালে।স্ট্রাশবুর্গে, য়ুরোপিয় পার্লামেন্টে পেশ করা এক রিপোর্টে তিনি আরো অর্থের জোগান এবং আরো বেশি বিশেষজ্ঞ-পরামর্শের বন্দোবস্তের প্রয়োজন নিয়ে গুরুত্ব আরোপ করেন।

XS
SM
MD
LG