অ্যাকসেসিবিলিটি লিংক

ই.ইউ , সিরিয়ার ওপর আরও চাপ দেওয়ার আহ্বান জানাচ্ছেন


ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়াল বারোসো সিরিয়ার ওপর আরও আন্তজাতিক চাপ প্রয়োগের আহ্বান জানিয়ে বলেছেন যে সিরিয়ার পরিস্থিতি বিশ্ব বিবেককে কলুষিত করছে এবং বলেন যে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার একটা নৈতিক দায়িত্ব হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের ।

সোমবার নরওয়েতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নোবেল শান্তি পুরস্কার নেওয়ার সময়ে বারোসো এই মন্তব্য করেন। আজই দিনে আরও পরের দিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীরা সিরিয়ার বিরোধী নেতা মুয়াজ আল খতিবের সঙ্গে বৈঠক করবেন বলে কথা আছে।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রী গিডো ওয়েস্টারওয়েল বলেন তিনি আশা করছেন যে এই বৈঠকের ফলে ই্ ইউ নতুন গঠিত সিরীয় বিরোধী জোটকে সমর্থন জোগাবে।

এ দিকে সক্রিয়বাদীরা বলছেন যে সরকারী যুদ্ধ বিমানগুলি দামেস্কের উপকন্ঠে দারায়া তে আজ সোমবার বোমা বর্সণ করে। রাজধানীর কাছে অন্যান্য এলাকায় বিদ্রোহী এবং সরকারী বাহিনীর মধ্যে সংঘাত হয়েছে।
XS
SM
MD
LG