অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপ রাশিয়ার ওপরে নিষেধাজ্ঞা শিথিল করবে নাঃ মন্তব্য বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী হেগ



বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, রাশিয়া যে ইউক্রেইন সংকটকে আরও বাড়িয়ে তুলছে তার জবাবে ইউরোপকে জোড়ালো এবং ঐক্যবদ্ধ থাকাতে হবে।

শুক্রবার এথেন্সে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে তিনি এ কথা বলেন। মনে করা হচ্ছে ঐ বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিষয়টি প্রাধান্য বিস্তার করবে।

তিনি বলেন, রাশিয়া ইউক্রেনের সীমান্ত থেকে নামমাত্র সেনা প্রত্যাহার করেছে। সেখানে এখনও রাশিয়ার বিশাল সেনা সমাবেশ রয়েছে ফলে রাশিয়া আক্রমণ চালাতে পারে এমন ভিতি বাড়ছে।

ওদিকে, যুক্তরাষ্ট্র ভিত্তিক চটজলদী খাবার কোম্পানী ম্যাকডনাল ক্রাইমিয়াতে তাদের তিনটি ম্যাকডোনালের কাজকর্ম আপাতত বন্ধ রেখেছে এবং তাদের সকল কর্মচারীকে ইউত্রেইনে বদলি করার প্রস্তাব দিয়েছে।

একটি বিবৃতিতে ম্যাকডনাল জানিয়েছে যে জিনিষপত্র তৈরির কাযে সমস্যর কারনেই খাবারের দোকানগুলো বন্ধ করতে বাধ্য হয়েছে। তবে তারা আশা করছে যে সমস্যার সমাধান খুবশীঘ্রি হবে এবং ম্যাকডোনালগুলো পুনরায় খোলা হবে।
XS
SM
MD
LG