অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপের ঋণ সংকট: শেয়ার বাজারের দরপতন


ইউরোপের ঋণ সংকট: শেয়ার বাজারের দরপতন
ইউরোপের ঋণ সংকট: শেয়ার বাজারের দরপতন

ইউরেপের প্রধান প্রধান শেয়ার বাজারে আজ বুধবার দরপতন ঘটে এবং ইটালীতে ঋণ গ্রহণের মূল্য বেড়ে গেছে। এরই মধ্যে ঐ মহাদেশের ঋণ সংকটে পড়ে গেছে গ্রীস ও ইটালি।এথেন্স এবং রোমে রাজনৈতিক অনিশ্চয়তার দরুণ লন্ডন , প্যারিস , ফ্রাঙ্কফুর্টে শেয়ার বাজার ২ শতাংশের ও বেশি নেমে যায় ।আজ তৃতীয় দিনের মতো গ্রখি কর্মকর্তারা একটি জোট সরকার গঠনের চেষ্টা করেছেন , যাতে করে জনসমর্থন বিহিন কৃচ্ছ্রতা পদক্ষেপ বাস্তবায়িত করা যায়। প্রধানমন্ত্রী জর্জ পাপান্ড্রিউ ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে আশ্বাস দিয়েছেন যে অন্তবর্তী সরকার গঠন এখন সময়ের ব্যাপার কেবল। তবে গ্রীসের ঐ নেতার উত্তরাধিকারী ব্যক্তি সম্পর্কে তেমন কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আমা করা হচ্ছিল অর্থনীতিবিদ লুকাস পাপাডেমস এই পদ গ্রহণ করবেন কিন্তু সরকারের গঠন কাঠামো নিয়ে মি পাপান্ড্রিউর সঙ্গে বিরোধী নেতা আন্তোনিস সামারাসের আলোচনায় কোন সিদ্ধান্তে পৌছুনো সম্ভব হয়নি।ও দিকে ইটালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস্কোনি তার পদত্যাগের পরিকল্পনা ঘোষণা করার পর সেখানকার দশ বছর মেয়াদি বন্ড এর মূল্যমান আজ বুধবার ৭ শতাংশ বৃদ্ধি পায়। আর সেই সঙ্গে সেখানে অর্থ ঋণ নেয়ার সুদ ও বৃদ্ধি পায়। মি বার্লুস্কোনি বলেন যে সংসদ গুরুত্বপূর্ণ আর্থিক সংস্কার প্রস্তাব পাশ করার পর পরই তিনি পদত্যাগ করবেন।গ্রীস, আইয়ারল্যান্ড এবং পর্তগালের ঋণ নেওয়ার হার সর্বোচ্চ ৭ শতাংশ অতিক্রম করার পর এ তিনটি দেশ ও অর্থনৈতিক –উদ্ধার পরিকল্পনার আওতায় আরো ঋণ চেয়েছে।

XS
SM
MD
LG