অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীসের উপকূলে একটি নৌযান নিমজ্জিত হওয়ায় অন্তত ২৮জন অভিবাসী প্রাণ হারিয়েছে


A refugee shouts as he swims towards the shore after a dinghy carrying Syrian and Afghan refugees deflated some 100m away before reaching the Greek island of Lesbos, September 13, 2015.
A refugee shouts as he swims towards the shore after a dinghy carrying Syrian and Afghan refugees deflated some 100m away before reaching the Greek island of Lesbos, September 13, 2015.

রবিবার গ্রীক কর্তৃপক্ষ বলেছে, গ্রীসের উপকূলে একটি নৌযান নিমজ্জিত হওয়ায় অন্তত ২৮জন অভিবাসী পানিতে ডুবে মারা গেছে।

এজিয়ান সাগরের দক্ষিণপুর্বাঞ্চলে ফার্মাকোনিসি দ্বীপের কাছে বহু অভিবাসীকে উদ্ধার করা গেছে। আশ্রয়প্রার্থীরা ইউরোপে পৌছনোর জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক অভিবাসন সংগঠন IOM বলেছে এ বছর ভুমধ্যসাগর পার হতে গিয়ে প্রায় ৩ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

ইতোমধ্যে অস্ট্রিয়ান পুলিশ বলেছে তারা রবিবার জার্মান সীমান্তের কাছে একটি মহাসড়কে শীতাতপনিয়ন্ত্রিত একটি ফুলের ট্রাক থেকে ৪২ জন অভিবাসীকে উদ্ধার করেছে। পুলিশ বলেছে দুজন ইরাকী যাদের পাচারকারী বলে সন্দেহ করা হয় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

XS
SM
MD
LG