অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেইন সংকট নিরসনের লক্ষ্যে চার দেশের নেতার মধ্যে বৈঠক


ইউক্রেইনের সংকট নিরসনের লক্ষ্যে ইটালীর রাজধাণী মিলানে রাশিয়ার প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুটিন এবং ইউক্রেইনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো জার্মানী চ্যান্সেলার এংহেলে মার্কেল এবং ফ্রান্সের প্রেসিডেণ্ট ফ্রাঁসোয়া অলান্দের সংগে দ্বিতীয় দফায় বৈঠক করেন।

এশিয়া এবং ইউরোপীয় দেশের নেতাদের দশম শীর্ষ সম্মেলনের পাশাপাশি মিলানের একটি হোটেলে ঐ চার নেতা এবং তাদের সহকারীরা আলোচনা করেন। প্রেসিডেণ্ট পুটিনের কাছে সংবাদিকরা দ্বিতীয় দফার বৈঠকের ফলাফল জানতে চাইলে ‘আলোচনা ভাল’ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ওদিকে, প্রেসিডেন্ট পোরোশেঙ্কো বলেন, ইউক্রেইন ও রাশিয়ার মধ্যে গ্যাস সরবরাহের বিষয়ে যে বিরোধ রয়েছে তা সমাধানে কিছু অগ্রগতি হয়েছে । তিনি আরও বলেন, রাশিয়ার সাথে প্রাকৃতিক গ্যাস দেওয়ার বিষয়ে যে নতুন কণ্ট্রাক্ট হয়েছে তার প্রধান শর্তগুলো নিয়ে তারা দু’জনই একমত হয়েছেন।

এর আগে শুক্রবার, মিঃ পুটিন ইটালীর প্রধানমন্ত্রী মাতেও রেঞ্জি এবং বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সংগে বৈঠক করেন। ঐ বৈঠক ইতিবাচক হয়েছে বলে তিনি জানান।

XS
SM
MD
LG