অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে চারটি সামাজিক যোগাযোগ মাধ্যম অনির্দিষ্টকালের জন্য বন্ধ


বাংলাদেশ সরকার সামাজিক যোগাযোগের চারটি মাধ্যম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। বুধবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এক পত্রে ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জার বন্ধ করার জন্য অপারেটরদের নির্দেশনা দেয়।

টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, দেশ ও জনগণের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরও বলেন, টুইটারসহ আরও কিছু মাধ্যম নজরদারিতে রয়েছে। এ মাসের গোড়ার দিকে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ এবং এক সংবাদ সম্মেলনে জঙ্গী দমনে কিছু সময়ের জন্য সামাজিক যোগাযোগের কোনো কোনো মাধ্যম বন্ধ রাখার কথা জানিয়েছিলেন।
এদিকে, সামাজিক যোগাযোগের চারটি মাধ্যম বন্ধ করার পর পরই দেশব্যাপী ইন্টারনেট সেবা দেড় ঘন্টা সম্পূর্ণভাবে বন্ধ ছিল। এরপর থেকে ঢাকাসহ দেশ জুড়ে ইন্টারনেট ব্যবস্থা মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:30 0:00


XS
SM
MD
LG