অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকায় ইবোলা ভাইরাসে আক্রান্ত রোগীর পরিবারের সদস্যদের পৃথক রাখা হয়েছে


আমেরিকার কেন্দ্রীয় এবং টেক্সাসের স্বাস্থ্য কর্মীরা ইবোলায় আক্রান্ত রোগীর পরিবারের চার জন ঘনিষ্ঠ সদস্যকে পৃথক করে রেখেছে। ওদিকে লাইবেরিয়ার কর্তৃপক্ষ বলছে বিমান বন্দরে মিথ্যা বলার জন্য ঐ রোগীর বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা নেবে।

ইবোলা রোগীটিকে লাইবেরিয়ার নাগরিক টমাস এরিক ডানকান বলে চিহ্নিত করা হয়েছে।

লাইবেরিয়া কর্তৃপক্ষ বলছে, তারা ডানকানের বিরুদ্ধে এই অভিযোগে মামলা করবে যে বিমান বন্দরে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তিনি কোন ইবোলা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছেন কিনা? ডানকান বরাবরি বলেছেন, তিনি কোন রোগীর সংষ্পর্শে আসেননী যদিও অন্তসত্তা এক মহিলাকে তিনি সাহায্য করে ছিলেন। ডানকেন ২০ সেপ্টেম্বর লাইবেরিয়া থেকে টেক্সাসে পৌঁছান।

বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে এই রোগে পশ্চিম আফ্রিকায় ৩হাজার ৩শ’র ও বেশি লোক মারা গেছে। গিনি, লাইবেরিয়া এবং সিয়েরা লিয়নে ৭হাজার মানুষ ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

XS
SM
MD
LG