অ্যাকসেসিবিলিটি লিংক

কৃষক আত্মহত্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের দেয়া তথ্যে সন্তুষ্ট নয় আদালত


কৃষক আত্মহত্যা নিয়ে কেন্দ্রের তরফে যে তথ্য দেওয়া হয়েছে তাতে আদৌ সন্তুষ্ট করতে পারেনি দেশের শীর্ষ আদালতকে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে দেশে কৃষক আত্মহত্যার ঘটনা উল্লেখযোগ্য ভাবেই কমেছে....তার জবাবে বিচার পতি মদন বি লোকুর এবং ইউ ইউ ললিতকে নিয়ে সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়ে দেয়,কৃষক আত্মহত্যার সংখ্যা কমেছে বলে সরকার যে দাবি করেছে তা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। দেশে কৃষক আত্মহত্যার ঘটনা একেবারেই নির্মূল করতে হবে....একই সংগে আদালত এও জানিয়েছে কৃষক আত্মহত্যা নিয়ে 2007 এ জাতীয় পলিশি নেওয়া হয়েছিল তা সংশোধন করা জরুরি....কারন তাতে কৃষক আত্মহত্যাকে আড়াল করার অনেক পথ খোলা রয়েছে।

ইতিমধ্যেই রাষ্ট্রসংঘ ভারত কে সুইসাইড ক্যাপিটাল বা আত্মহত্যার আধার বলে ঘোষনা করেছে।সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য..... বিশ্বের যে সমস্ত দেশে সবথেকে বেশী আত্মহননের ঘটনা ঘটে...দক্ষিণ এশিয়ার এই দেশ রয়েছে প্রথম সারিতে।আবার এই আত্মহত্যার ঘটনার অধিকাংশই গ্রামে ....যাদের মধ্যে বেশির ভাগই কৃষক।

XS
SM
MD
LG