অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান পারমানবিক অগ্রগতি ঘোষণা করল


ইরান পারমানবিক অগ্রগতি ঘোষণা করল
ইরান পারমানবিক অগ্রগতি ঘোষণা করল

ইরান অত্যাধুনিক পারমানবিক ক্ষমতা অর্জনের কথা প্রকাশ করেছে। তারা বলছে যে নতুন প্রযুক্তির সেন্টারফিউজ অতি দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম।

বুধবার, ইরানের আধা সরকারী সংবাদ মাধ্যম ফারস জানিয়েছে যে এই নতুন কর্বন ফাইবার সেন্টার-ফিউজ প্রতিষ্ঠা করা হয়েছে এবং নাটানজ শহরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাটিতে এর কাজও চলছে।

বুধবার, ইরানের রাষ্ট্র চালিত টেলিভিশনের সম্প্রচারে দেখানো হয় যে বুধবার প্রসিডেন্ট মোহাম্মদ আহম্মেদীনিজাকে ২০ শতাংশ বিশুদ্ধ ইউরিনিয়াম রড, চুল্লিতে প্রবিষ্ঠ করছেন। তেহরানের চুল্লিটি ব্যবহার করা হয় স্বাস্থ্য বিষয়ক গবেষণার জন্য।

জাতি সংঘ এবং পশ্চিমের নিষেদ্ধাজ্ঞা থাকা সত্বেও ইরানের এই উন্নতি তাদেকে এক ধাপ এগিয়ে নিয়ে গেল তাদের পারমানবিক জ্বালানী কর্মসুচি সম্পন্ন করার জন্য।

পশ্চিমাদেশগুলো সন্দেহ করে যে ইরানের পারমানবিক কর্মসূচীর উদ্দেশ্য হচ্ছে পারমানবিক অস্ত্র তৈরি করা। তবে ইরান ঐ অভি্যোগ অস্বিকার করে।

XS
SM
MD
LG