অ্যাকসেসিবিলিটি লিংক

ফিফা'র দুই কর্মকর্তা গ্রেফতার


সুইজ্যারল্যান্ডে বিচার মন্ত্রণালয় জানিয়েছে, বৃহষ্পতিবার সকালে জুরিখের একটি হোটেল থেকে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন-ফিফার যে দুজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন, ফিফার ভাইস প্রেসিডেন্ট হ্নডুরাসের আলফ্রেডো হাউইত এবং পারাগুয়ার হুয়ান এ্যানজেল নাপুত।

হাউইত হলেন উত্তর, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল প্রশাসনিক সংগঠন কনকাকাফের প্রেসিডেন্ট এবং নাপুত হচ্ছেন দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থার প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ফিফার দুর্নীতি কেলেংকারীতে জড়িত যে সব ব্যক্তিকে গ্রেফতারের অনুরোধ জানিয়েছে এ হচ্ছে তারই সর্বশেষ ঘটনা। উল্লেখ করা যেতে পারে, ফিফার দুর্নীতি কেলেংকারীতে জড়িত থাকার সন্দেহে ফিফার প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার ও ইউরোপীয় ফুটবল প্রধান ফ্রান্সের মিশেল প্লাতিনির বিরুদ্ধেও অনুসন্ধান চলছে এবং বর্তমানে তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

XS
SM
MD
LG