অ্যাকসেসিবিলিটি লিংক

ঘুষ কেলেংকারীর কারণে বিশ্বকাপ ফুটবলের ডামাডোল কতদূর গড়াবে কেউ বলতে পারে না


ফিফার ঘুষ কেলেংকারীর কারণে বিশ্বকাপ ফুটবলের যে ডামাডোল সৃষ্টি হয়েছে তা কতদূর গড়াবে কেউই বলতে পারে না। তবে ২০১৮ সালে রাশিয়া এবং ২০২২ সালে যদি কাতার থেকে বিশ্বকাপ সরিয়ে নিতে হয়, সে ক্ষেত্রে ফিফা কিভাবে তা করবে? কোন বিধিবদ্ধ নিয়ম আছে কি? সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়।

বিশ্বকাপের ইতিহাসে দেখা যায়, ১৯৮৬ সালের বিশ্বকাপ ফুটবলের দেশ, দক্ষিণ আমেরিকার কলম্বিয়া জানিয়েছিল অর্থনৈতিক কারণে তাদের পক্ষে সম্ভব হবে না, তাই অন্য স্বাগতিক দেশ মেক্সিকোয় তার আয়োজন করতে হয়। ২০০৩ সালে মহিলা বিশ্বকাপও চীনে সার্স রোগের প্রাদূর্ভাবের ফলে যুক্তরাষ্ট্রে সরিয়ে নিতে হয়। এবার কি হতে পারে? মোটামুটি যা জানা যায় ফিফার ২৫ সদস্যের নির্বাহী কমিটি সাধারণতঃ সংখ্যাগরিষ্ঠ ভোটে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তবে এবার তাহবে না। আর নতুন প্রেসিডেন্ট কে হতে পারেন? তা নিয়েও জল্পনা-কল্পনা চলছে। নাম শোনা যাচ্ছে –মিশেল প্লাতিনি, যিকো, দিয়েগো মারাদোনার। এসব বিষয় নিয়ে আমাদের স্টুডিও থেকে টেলিফোনে ঢাকায় ক্রীড়া সাংবাদিক দিলু খোন্দকারের সঙ্গে আলোচনা করছেন রোকেয়া হায়দার:

XS
SM
MD
LG