অ্যাকসেসিবিলিটি লিংক

ফিফা’র প্রথম নারী মহাপরিচালক হলেন ফাতমা সাম্বা ডিওফ সামাউরা


ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা’র প্রথম নারী মহাপরিচালক হলেন ফাতমা সাম্বা ডিওফ সামাউরা। আর এর মধ্যে দিয়ে সেনেগালের এই নারী, ইউরোপের বাইরে প্রথম কেউ যিনি এই পদে অধিষ্ঠিত হলেন।

ফিফা প্রেসিডেন্ট গিয়ানি ইনফান্টিনো আশা করেন সামাউরার সুযোগ্য নেতৃত্ব, দুর্নীতি ঘুষ আর আর্থিক কেলেংকারিতে জর্জরিত এই সংস্থাটির হৃত গৌরব ফিরে আনতে সহায়ক হবে।

ফিফার সাবেক মহাপরিচালককে বিশ্বকাপ ফুটবল আয়োজনের টিকেট বিক্রি ও টেলিভিশনের সঙ্গে স্পন্সরশীপসহ নানা অসদাচরণের অভিযোগে বরখাস্ত ও ফুটবল থেকে ১২ বছরের জন্য বহিস্কার করা হয়।

XS
SM
MD
LG