অ্যাকসেসিবিলিটি লিংক

ফিফার প্রেসিডেন্ট দূর্নীতির অভিযোগ সম্পর্কে ভাবছেন না


ফিফার নব নির্বাচিত প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার সংগঠনটির ১৫ কোটি ডলারের উৎকোচ সংক্রান্ত দূর্নীতির কেলেঙ্কারী থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছেন।

এ সপ্তার গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থাগুলো তদন্তের কথা যে ঘোষণা করেছেন সে প্রসঙ্গে আজ সুইজারল্যান্ডের জুরিখে সংবাদদাতাদের ব্ল্যাটার বলেন তিনি তাঁর নিজের ব্যাপারে উদ্বিগ্ন নন।

তিনি বলেন যে তিনি উচ্চ পদস্থ ফিফা কর্মকর্তা নন , যাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অভিযোগ এনেছে যে তারা CONCACAF (Confederation of North, Central American and Caribbean Association Football) এর কর্মকর্তাদের এক কোটি ডলার পাঠিয়েছিল যাতে তারা ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকার পক্ষে ভোট দেয়।

ব্ল্যাটার আরও বলেছেন যে ২০১৮ এবং ২০২২ সালে যথাক্রমে রাশিয়া ও কাতারে যে বিশ্বকাপ হওয়ার কথা তাতে ফিফা কোন পরিবর্তন আনবে না।

XS
SM
MD
LG