অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার ইদলিবে রাশিয়ার বোমা বর্ষণে অন্তত ৫০ জন নিহত


সন্দেহ করা হচ্ছে বিদ্রোহী অধ্যূষিত সিরিয়ার ইদলিব শহরে রাশিয়ার বোমা বর্ষণে অন্তত ৫০ জন নিহত হয়েছে , আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে এবং ধ্বংসাবেশেষের ভেতর চাপা পড়েছে।

সামরিক জেট বিমানগুলো মঙ্গলবার ভোরে এই বোমাবর্ষণ করে । সেখানে একটি হাসপাতাল ও একটি মসজিদের কাছে অসামিরক লোকদের উপর এই আঘাত হানা হয়।

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠন Syrian Observatory for Human Rights.

এর মতে নিহতদের মধ্যে কমপক্ষে ৫ জন শিশু ও ছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক ঐ শহরে কোন রকম বিমান হামলা চালানোর কথা অস্বীকার করেছে। রুশ সামরিক মুখপাত্র আইগর কোনাশেঙ্কোফ এক বিবৃতিতে বলেন রাশিয়ার বিমানবাহিনী কোন আক্রমণাত্মক কিছু করেনি এবং ইদলিব প্রদেশে তারা কোন বিমান অভিযান চালায় নি। প্রাদেশিক রাজধানী ইদলিব এখন আল ক্বায়দর সঙ্গে সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্টের দখলে। তারা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করেনি।

XS
SM
MD
LG