অ্যাকসেসিবিলিটি লিংক

সৌদি আরবে শিয়া মসজিদে আক্রমণে ৫জন নিহত


সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি শিয়া মসজিদে শুক্রবার নামাজের সময় বন্দুক ধারীরা আক্রমণ চালায়। ঐ ঘটনায় বন্দুকের গুলিতে অন্তত ৫জন প্রাণ হারায় এবং আরও ১৮জন আহত হয়েছে। আল আহসা শহরের ইমাম রেজা মসজিদে হামলার ঘটনাটি ঘটে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে যে সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার রিপোর্টে বলা হয়েছে যে এক আক্রমণকারী বিস্ফোরণ ঘটায় এবং অন্যান্যরাগুলি শুরু করে।এক আত্মঘাতী বোমারু বিস্ফোরণ ঘটানো থেকে নিজেকে বিরত রাখে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে নিরাপত্তা বাহিনী এবং এম্বুলেন্স দ্রুত মসজিদের চারিদিক ঘিরে ফেলে। এখনও কেউ ঐ হামলার দায়িত্ব স্বীকার করেনি। মেহাসিন এলাকায় মূলত সৌদি এরাবিয়ান অয়েল কম্পানীতে কর্মরত শিয়া সম্প্রদায়ের কর্মীরা বাস করেন। ঐ কোম্পানিটি বিশ্বের সবচাইতে বৃহৎ তেল উৎপাদনকারী ফার্ম। সৌদি আরবে সুন্নি শাসিত রাজতন্ত্রে ১০ থেকে ১৫ শতাংশ শিয়া বাস করেন । এর আগে ইসলামিক ষ্টেট জংগিরা সংখ্যা লঘু শিয়া সম্প্রদায়ের ওপরে আক্রমণ চালিয়েছে।

XS
SM
MD
LG