অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিয়ে খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাকের সাক্ষাত্কার


এশিয় উন্নয়ন ব্যাঙ্ক ADB এশিয়া অঞ্চলের প্রতি বিশেষ আলোকপাত করে প্রণীত তাঁদের নতুন এক সমিক্ষা রিপোর্টে বলছেন – খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খামার থেকে বিপনন এলাকা অবধি সরবরাহ ব্যবস্থা আরো সুষ্ঠু , সূসংহত এবং সুসংহত করতে হবে । খাদ্য মূল্য জনগনের সাধ্যের মধ্যে রাখতে , নিয়ন্ত্রণে আটকিয়ে রাখার তাগিদে এটা খুবই জরূরী বলে মনে করেন বাংলাদেশের খাদ্য মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক । তিনি বলেন – বর্তমান খাদ্য নিরাপত্তা নিয়ে তিনি সন্তুষ্ট তবে , খাদ্য পুষ্টির ব্যাপারে সরকারের সামনে চ্যালেঞ্জ এখনো রয়েই গিয়েছে । খাদ্য মজুদ যথেষ্ট সন্তোষজনক হওয়া সত্বেও প্রাকৃতিক দূর্যোগের মতো পরিস্থিতির কথা চিন্তা করে , প্রার্থিত হলেও - বাংলাদেশ এখনো অব্দি খাদ্য রফতানি পানে তেমন গভির অভিনিবেশে মনোযোগ নিবদ্ধ করতে পারছে না বলে ডক্টর রাজ্জাক মত প্রকাশ করেন ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাত্কারে ।
please wait
Embed

No media source currently available

0:00 0:04:46 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG