অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকার হাইস্কুলে রোজার মাসে ফুটবলের প্র্যাকটিসে বিরতি নেই


আমেরিকার হাইস্কুলে রোজার মাসে ফুটবলের প্র্যাকটিসে বিরতি নেই
আমেরিকার হাইস্কুলে রোজার মাসে ফুটবলের প্র্যাকটিসে বিরতি নেই

রোজার মাসে খেলাধুলা তো বন্ধ থাকে না তা হলে খেলোয়াড়রা দীর্ঘ সময় ধরে সারাদিন রোজা রেখে প্র্যাকটিস করে কি করে। আমেরিকার হাইস্কুলের ফুটবল খেলোয়াড়দের বিষয়ে এক প্রতিবেদনে সে কথাই তুলে ধরা হয়েছে। মিশিগানের ডিয়ারবোর্নে অনেক মহল্লায়, স্কুলের ছাত্ররা বেশির ভাগই মুসলমান আর তারা ফুটবলও খেলে । ফোর্ডসান হাইস্কুলের কোচ ফুয়াদ যাবান জানালেন – সারাদিন রোজা রেখে খেলা বা প্র্যাকটিস করা খুবই কষ্টকর, তাই তিনি তার খেলোয়াড় ও অন্য কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করে ঠিক করেন যে ইফতারের পরে কিছু সময় প্র্যাকটিস উত্তম ব্যবস্থা ।

ফুটবল খেলোয়াড় রোনাল্ড আমেন ৬০এর দশকে ফোর্ডসান স্কুলেই ফুটবল খেলতেন তার কথা হলো ‘সেইসময় খেলার প্র্যাকটিসের সময়, রোজার সঙ্গে সঙ্গতি রেখে ঠিক করা হতো না। তবে দিনে দিনে পরিস্থিতির পরিবর্তন হলো । ডিয়ারবোর্নে আরব-আমেরিকানরা ফুটবল খেলা শুরু করলো । আর এখন তো সেই ৫০ বছর আগের তুলনায়, সম্পূর্ণ ছবিটাই পাল্টে গেছে’। রোনাল্ড বললেন – ‘এখন ফুটবল দলে ৯৮ শতাংশই মুসলমান তবে অমুসলমানও আছে’ ।

XS
SM
MD
LG