অ্যাকসেসিবিলিটি লিংক

ভূমধ্যসাগরে প্রায় চল্লিশ জন দেশান্তরী লোক সম্ভবত ডুবে গেছে


Save the Children ত্রাণ গোষ্ঠিটি বলছে যে ভূমধ্যসাগরে প্রায় চল্লিশ জন দেশান্তরী লোক সম্ভবত ডুবে গেছে। তারা বলছে যে রাবারের যে ডিঙ্গিতে করে তারা ইটালির উপকুলে আসবার চেষ্টা করছিল সেই ডিঙ্গিটি ভেঙ্গে পড়ায় এই দূর্যোগ।

এই মানবিক গোষ্ঠিটি বলছে যে ঐ দূঘর্টনা থেকে যারা প্রাণে রক্ষা পেয়েছে , তারা বলছে যে সাঁতার কাটতে না পারায় অনেকেই সমুদ্রে পড়ে মারা গেছে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে যারা দারিদ্র ও যুদ্ধের কবল থেকে পালিয়ে আসছিল এ বছর সেই রকম প্রায় সাড়ে সতেরো শ লোক প্রাণ হারিয়েছে। এই লোকগুলো এই ঘটনার সর্বসাম্প্রতিক বলি।

ঘানা, গাম্বিয়া , সেনেগাল এবং আইভরি কোস্টের যে সব লোক প্রাণে রক্ষা পেয়ে কাটানিয়া বন্দরে ফোছুতে পেরেছে , তারা এই ঘটনার বিবরণ দেয়।

গত সপ্তাহান্তেই ইটালির উপকুল রক্ষাকারী জাহাজগুলি প্রায় ৬৮০০ দেশান্তরী লোকজনকে উদ্ধার করেছে এবং ইটালির নৌবাহিনীর জাহাজ বেটিকায় করে আরও ৬৫২ জন দেশান্তরী লোক ইটালিতে পৌছেছে।

XS
SM
MD
LG