অ্যাকসেসিবিলিটি লিংক

ফরাসী সরকার এখন বূরকিনী নিয়ে জাতীয় পর্যায়ে এক বিতর্কে জড়িয়ে পড়েছে


southern France. The French resort of Cannes has banned full-body, head-covering swimsuits worn by some Muslim wo
southern France. The French resort of Cannes has banned full-body, head-covering swimsuits worn by some Muslim wo

ফরাসী সরকার এখন বূরকিনী নিয়ে জাতীয় পর্যায়ে এক বিতর্কে জড়িয়ে পড়েছে। বুরকিনী হ’লো মহিলাদের জন্যে তৈরি পরিপুর্ণ দেহাবয়ব আচ্ছাদিত করার উপযোগী এক ধরনের সাঁতার পরিচ্ছদ – বা সুইমিং কস্টিউমের মূসলীম সংষ্করণ। ফ্রান্সের তিনটি অঞ্চল কান, ভিলেনিউব-লুবেত এবং কোর্সিকার সিসকো অঞ্চলে ৩১ আগস্ট পর্যন্ত অর্থাত গ্রীস্মের মাসগুলোতে পৌর অঞ্চলবর্তী সাগর সৈকতগুলোয় এ পরিচ্ছদ নিষিদ্ধ করা হয়েছে। য়ুরোপের দেশগুলোর ভেতর ফ্রান্সের মূসলিম জনগোষ্ঠী বিশাল – আনুমানিক হিসেবে প্রায় পঞ্চাশ লক্ষ। বছর পাঁচ আগে ফ্রান্সে মুখাবরন বা নিকাব এবং বুরকা নিষিদ্ধ করা হয়।

XS
SM
MD
LG