অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সের সংসদ নির্বাচন: একটি বিশ্লেষণ


ফ্রান্সে সংসদের নিম্ন পরিষদের ৫ শ’ ৭৭ আসন নির্বাচনের প্রথম পর্ব সম্পন্ন হ’লো আজ রবিবার । ফ্রান্সে বৈধ ভোটার সংখ্যা মোট ৪ কোটি ৫০ লক্ষ । ফরাসী নাগরিক যাঁরা দেশের মূল ভূখন্ডের বাইরের এলাকাগুলোয় যেমন ফ্রেঞ্চ গায়ানা , ফ্রেঞ্চ পলিনেশিয়া বা মার্টিনিক ও গুয়াডালৌপের মতো ক্যারিবিয় অঞ্চলগুলোয় বাস করেন , তাঁরা ভোট দান শুরু করেন শনিবারে । ফ্রান্সের সর্বত্র ভোট হ’লো আজ রবিবারদিন । দিনের শেষে ভোট কেন্দ্রগুলো বন্ধ হ’লে তবেই আগাম অনুমান নির্ভর ফলাফলের ইশারা থেকে মোটামুটি বোঝা যাবে সমাজবাদী ও তাঁদের মিত্র পক্ষিয়রা এ ভোটে নিটোল সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছেন কিনা । এমনিতে সমিক্ষায় এঁদের সংকীর্ণ ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা পাবার কথা বলা হ’চ্ছে । প্যারিসের দক্ষিনাংশের শহরতলি এলাকায় বসবাসরত মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদার এই কিছুক্ষন আগেই ভোট দিয়েছেন । ভোটকেন্দ্রে কেমন লোক হয়েছিলো , কেমন উত্সাহ উদ্দীপনা দেখা গিয়েছিলো , সে কথায় বললেন –

সাবেক প্রেসিডেন্ট Nicolas Sarkozy-র নেতৃত্বাধীন রক্ষণশীল UMP পার্টীর বিপরিতে সমাজবাদী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ এই গেলো মাসেই ক্ষমতা অর্জন করেন । এখন পরিবেশ বান্ধব গ্রীন্স বা সবুজ গোষ্ঠী ও কট্রর বাম মিত্রদের এককাট্রা করে এমোন নিয়মবিধি তিনি বলবত করতে চান যার মাধ্যমে (তাঁর ধারনা) বেকার হার কমানো যাবে – য়ুরোপের দু’ নম্বরের অর্থনীতির এ দেশটির অর্থনীতিকে ঝটকা দিয়ে সঞ্জিবীত করা যাবে –এবং একাজে জার্মান চান্সেলার এ্যাঙ্গেলা মার্কেল ও অন্যান্য য়ুরোপিয় নেতাদেরকে কৃচ্ছ্রতা বলবতের পরিবর্তে অর্থনৈতিক প্রবৃদ্ধি চাঙ্গা করার দিকেই নজর দিতে সম্মত করানোর প্রয়োজনে সাংসদদের সমর্থন তাঁর প্রয়োজন হবে । পার্থ প্রতিম মজুমদার মনে করেন –

সংসদের নিম্ন পরিষদ নির্বাচনের দ্বিতিয় ও চূড়ান্ত পর্বের ভোট হবে জুনের ১৭ তারিখে । ফ্রান্স সংসদের উচ্চ পরিষদ ইতিমধ্যেই বামপন্থীদের নিয়ন্ত্রনে রয়েছে ।

XS
SM
MD
LG