অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সে নির্বাচনে অতি ডানপন্থী দল ভাল করবে বলে অনুমান করা হচ্ছে


French National Front political party leader and candidate Marine Le Pen collects ballots as she arrives at a polling station during the first round of the regional elections in Henin-Beaumont, France, Dec. 6, 2015.
French National Front political party leader and candidate Marine Le Pen collects ballots as she arrives at a polling station during the first round of the regional elections in Henin-Beaumont, France, Dec. 6, 2015.

ফরাসী ভোটাররা রবিবার আঞ্চলিক নেতৃবৃন্দ নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন। অনুমান করা হচ্ছে যে অতি ডানপন্থী একটি দল যারা ইসলামবিরোধী তারাই বেশি ভোট পাবে।

প্যারিসে নভেম্বর মাসে সন্ত্রাসী আক্রমণের পর কড়া নিরাপত্তার মাঝে এই নির্বাচন হচ্ছে। সন্ত্রাসী হামলায় ১৩০জন প্রাণ হারায়।

ব্যাপক ভাবে অনুমান করা হচ্ছে যে অভিবাসন বিরোধী জাতীয় ফ্রন্ট, এফএন দলের নেতা মারিনো লু পেন, ক্ষমতাসীন সামাজতান্ত্রিক দলের বিরুদ্ধে ভাল করবে ও এগিয়ে যাবে।

প্যারিস আক্রমণের পর থেকে এফএন দলের জনপ্রিয়তা বেড়ে গেছে।

XS
SM
MD
LG