অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সের পরিবহন মন্ত্রী বলেছেন-আল্পস্ পর্বতমালায় বিধ্বস্ত বিমানের দেড়শ’ আরোহীর কেউই জীবিত নেই


ফ্রান্সের পরিবহন মন্ত্রী বলেছেন-ফ্রান্সের আল্পস্ পর্বতমালায় বিধ্বস্ত এয়ারবাস এ থ্রি টোয়েন্টির দেড় শ’ আরোহির কেউই জীবিত নেই।

জার্মানউইংস নয় পাঁচ দু’ই পাঁচ উড়ানের বিমানটি যাচ্ছিলো স্পেইনের বার্সেলোনা থেকে জার্মানীর ডূসেলডর্ফ।যাত্রার প্রায় ৫২ মিনিট পর স্থানীয় সময় ১০টা ৪৭ মিনিটে ফ্রান্সের দক্ষিন-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত বরফাচ্ছাদিত পাহাড়ি এলাকার ওপর দিয়ে ওড়ার সময় বিমানটি থেকে পাঠানো বিপদাপন্ন অবস্থার সংকেত পাওয়া গিয়েছিলো ।কতৃপক্ষিয় সূত্রে বলা হয়েছে-বিমানটি তখন উড়ছিলো পাঁচ হাজার ফুট উচ্চতায়- অস্বাভাবিক অবস্থায়- এবং এর পর পরই সেটি বিধ্বস্ত হয় ।

জার্মানীর লুফতহানযা এয়ারলাইনেরই একটি অঙ্গ প্রতিষ্ঠান এই জার্মানউইংস বিমান পরিবহন সংস্থা।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোঁয়া ওলান্দ বলেছেন-আরোহিদের মধ্যে জার্মানীর এবং স্পেইনের অধিবাসি ছিলেন – অধিবাসি ছিলেন সম্ভবত: তুরস্কেরও – তবে ফ্রান্সের কেউ ছিলেন কিনা নিশ্চয় করে তা তিনি বলতে পারেন নি । প্রেসিডেন্ট ফ্রাঁসোঁয়া ওলান্দ জার্মানীর চান্সেলার আঙ্গেলা মার্কেলকে টেলিফোন করে দু:খ প্রকাশ করেন-সমবেদনা জানান।

XS
SM
MD
LG