অ্যাকসেসিবিলিটি লিংক

পররাষ্ট্রমন্ত্রী জন কেরী বলেছেন- ইসলামিক স্টেইট গ্রুপ- যুক্তরাষ্ট্র,ফ্রান্স এবং মিত্রপক্ষিয় চাপের মুখে আরো বেশি রকম বিপাকে পড়বে


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী বলেছেন- সামনের সপ্তাহগুলোয় , ইসলামিক স্টেইট গ্রুপ- যুক্তরাষ্ট্র,ফ্রান্স এবং মিত্রপক্ষিয় অন্যান্য দেশের চাপের মুখে আরো বেশি রকম বিপাকে পড়বে।

প্যারিসে, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়াঁ ওলান্দের সঙ্গে কিভাবে ইসলামিক স্টেইটের বিরুদ্ধে আরো কার্যকরভাবে লড়া যেতে পারে তারই বিবিধ পন্থা নিয়ে আলোচনা-কথাবার্তার পর এ মন্তব্য করেন কেরী।প্যারিসে সন্ত্রাসীদের গুলি বর্ষন আর আত্মঘাতি বোমা বিস্ফোরণে কম হলেও এক শ’ ২৯ ব্যক্তির প্রাণ বিনাশের পটভুমিতে তাঁদের এ আলোচনা হয়।

সকলেই এটা অনুধাবন করছেন বলেই আমার ধারনা যে, লেবাননের হামলা,মিশরে-আঙ্কারায়, তুরস্কে যাই ঘটেছে – এখন প্যারিসে যা হ’লো – তার পর , ওরা যেখান থেকে এসব কুচক্রী ষড়যন্ত্রের ফন্দী আঁটছে সেই তারই মর্মস্থলে আঘাত হানার তৎপরতা ত্বরান্বিত করার পরিকল্পনা করতে হবে আমাদের।এবং স্বভাবত:ই সীমান্তে – লোকজনের চলাচল বেশি যেখানে যেখানে সেসব স্থানে তৎপরতা বাড়াতে হবে - বলেন কেরী।

প্রেসিডেন্ট ওলান্দ সিরিয়ায় জঙ্গীদের বিরুদ্ধে ক্ষমাহিনভাবে নির্মম আঘাত হানার প্রত্যয় ব্যক্ত করেছেন- বলেন, হামলার ষড়যন্ত্র ওখান থেকেই করেছিলো তারা।ফ্রান্সের জঙ্গী বিমান বহর জঙ্গীদের রাজধানী রাকায় আজ মঙ্গলবারেও উপর্যুপরি বিমান হামলা চালিয়েছে- তাদের বিমান বাহিনীর দশটি জঙ্গি বিমান ঐসব বোমা হামলায় অংশ নেয়।

XS
SM
MD
LG