অ্যাকসেসিবিলিটি লিংক

গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে ফরাসী নাগরিকরা ভোট দিচ্ছে


Voters cast their her ballots in the first round of 2017 French presidential election at a polling station in Vaulx-en-Velin near Lyon, France, April 23, 2017.
Voters cast their her ballots in the first round of 2017 French presidential election at a polling station in Vaulx-en-Velin near Lyon, France, April 23, 2017.

ফ্রান্সের সর্বত্র ভোট কেন্দ্রগুলো এখন খোলা। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য জনগন ভোট দেওয়া শুরু করেছে। প্রেসিডেন্ট পদের জন্য ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রার্থীদের মধ্যে রয়েছেন অতি দক্ষিণপন্থী থেকে অতি বামপন্থী প্রার্থী। গত কয়েক দশকে ফ্রান্সের কোন নির্বাচন বিশ্ব ব্যাপী এত দৃষ্টি আকর্ষণ করেনি।

ফ্রান্সে কড়া নিরাপত্তা আরোপ করা হযেছে। নির্বাচনের কয়েকদিন আগে প্যারিসে এক সন্ত্রাসী আক্রমণ হয়। এই নির্বাচনে সব চাইতে এগিয়ে আছেন জাতীয়তাবাদী, ইসলামপন্থী বিরোধী প্রার্থী মারিন লা পেন।

প্রায় ৫০ হাজার পুলিশ অফিসার, বিশেষ বাহিনী সহ ৭ হাজার সৈনিক মোতায়েন করা হযেছে। ইসলামিক স্টেট সন্ত্রাসী গ্রুপ ওই সন্ত্রাসী হামলার দায় স্বীকার করার পর, ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্যারিসের প্রাণকেন্দ্র শঁজি লিজেতে গুলি চালনার ঘটনায় একজন পুলিশ অফিসার নিহত হয এবং বেশ কয়েকজন আহত হয়।

XS
SM
MD
LG