অ্যাকসেসিবিলিটি লিংক

প্রথম রোববারের অনানুষ্ঠানিক ভাষণে নতুন পোপ ভক্তদের মুগ্ধ করলেন


পোপের দায়িত্ব গ্রহণের চার দিন পর এই প্রথম রোববার পোপ ফ্রান্সিস তাঁর অলিন্দ থেকে দেওয়া ভাষণে সেন্ট পিটার্স স্কোয়ারে সমবেত , প্রায় দেড় লক্ষ পুন্যার্থিকে শুভেচ্ছা জানান ।

ঐতিহ্য থেকে সরে এসে ফ্রান্সিস সাপ্তাহিক এই Angelus প্রার্থনায় লিখিত ভাষণের পরিবর্তে , বেশির ভাগ সময়ে ইটালী ভাষায় জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি ইটালিয়ান ভাষায় শুভদিন জানিয়ে তাঁর বক্তব্য শুরু করেন এবং শুভ মধ্যাহ্ন ভোজন বলে শেষ করেন।

পোপের রসবোধ এবং স্বতস্ফূর্ত ভাবে কথা বলার ধরণে পুনার্থিরা আনন্দ পান।

এর আগে রোববারের এক প্রার্থনা সভায় Vatican church of St. Anna's এ তিনি , ভ্যাটিকানের কয়েক শ কর্মি এবং পরিবারের সদস্যদের উদ্দেশ্যে সংক্ষেপে হিত উপদেশমূলক বক্তব্য রাখেন। এই প্রার্থনা সভার পর তিনি যাজকদের সঙ্গে করমর্দন করেন এবং শিশুদের চুমু দেন। ফ্রান্সিস , রোমের রাস্তায় পুলিশ ব্যারিকেডের অপর পারে সমবেত শুভাকাঙ্খিদের শুভেচ্ছা জানাতে ভ্যাটিকা্নের ফটকের বাইরে বেরিয়ে আসেন। ৭৬ বছর বয়সী আর্জেন্টিনার এই পোপের আটপৌরে আচরণ , তার এই দায়িত্বের একটা উল্লেখযোগ্য দিক হয়ে দাড়িয়েছে।
XS
SM
MD
LG