অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার কোবানী শহরের নিয়ন্ত্রণ রক্ষার প্রচেষ্টায়ঃ সিরিয়ান কূর্দী ও ফ্রী সিরিয়ান আর্মি


তুরষ্কের প্রেসিডেন্ট বলেন, ইসলামিক ষ্টেট জঙ্গিদের কাছ থেকে কোবানী শহরের নিয়ন্ত্রণ রক্ষায় সিরিয়ান কূর্দী এবং ফ্রী সিরিয়ান আর্মির যোদ্ধারা সম্মিলিত ভাবে লড়াই করবে।

প্রেসিডেন্ট রেচেপ তাইয়েব এরদোয়ান শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন যে মিলিশিয়া বাহিনী পশ্চিমাদেশ সমর্থিত মধ্যমপন্থী বিদ্রোহী দলের সংগে যে ১৩’শ সেনা যোগ দেবে সে বিষয়টিই চুড়ান্ত করছে। ঐ সেনারা তুরষ্কের সংগে সিরিয়ার উত্তরাঞ্চলের সীমান্তে লড়াই করবে।

কোবানী শহরের নিয়ন্ত্রণ রক্ষায় কূর্দী সেনারা দু’মাস ধরে লড়াই করছে। আইএসএর বিরুদ্ধে আমেরিকা সমর্থিত বহুজাতিক বিমান অভিযানে তুরষ্ক এখন যোগ দেয়নি।

ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছেন যে তারা ইরাকে বিমান আক্রমণ চালিয়ে ইসলামিক ষ্টেটের অস্ত্র শস্ত্রের ধ্বংস করেছে।

XS
SM
MD
LG