অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ওবামা প্যারিস আক্রমণের পর আইএস এর বিরুদ্ধে লড়াইের প্রচেষ্টা দ্বিগুন করার কথা বলেছেন


U.S. President Barack Obama, left, speaks to Turkish President Recep Tayyip Erdogan during a meeting in Antalya, Turkey, Nov. 15, 2015. Obama is on a nine-day trip to Turkey, the Philippines and Malaysia for global security and G-20 Summit.
U.S. President Barack Obama, left, speaks to Turkish President Recep Tayyip Erdogan during a meeting in Antalya, Turkey, Nov. 15, 2015. Obama is on a nine-day trip to Turkey, the Philippines and Malaysia for global security and G-20 Summit.

শুক্রবার যারা প্যারিসে হামলা চালায় তাদের খুঁজে বার করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ফ্রান্স কে সাহায্য করার প্রতিশ্রুতি পুনরায় ব্যাক্ত করেছেন। তিনি বলেছেন ইসলামিক স্টেট গ্রুপ যেটি আর্বী ভাষায় “দাইশ” নামে পরিচিত তাদের নির্মূল করার প্রচেষ্টা তিনি দ্বিগুন করার পরিকল্পনা করেছেন।

রবিবার তুর্কী প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের পর আমেরিকান নেতা ওই কথা বলেন জি ২০ শীর্ষ সম্মেলনের শুরুতে। ভুমধ্যসাগর তীরে তুর্কী বিনোদন শহর অ্যানটালিয়ায় ওই সম্মেলন হচ্ছে।

প্রেসিডেন্ট বলেন “সিরিয়ায় শান্তিপূর্ণ ভাবে পরিবর্তন আনার এবং দাইশ যারা প্যারিস ও আঙ্কারায় এবং বিশ্বের অন্যান্য স্থানে জনগনের জন্য এত কষ্ট ও দুর্ভোগ এনেছে তাদের নির্মূল করার লক্ষ্যে আমরা কোয়ালিশনের অন্যান্য সদস্যদের সঙ্গে আমাদের প্রচেষ্টা দ্বিগুন করবো।”

ইসলামিক স্টেটের চরমপন্থীরা প্যারিস ও আঙ্কারায় সব আক্রমণের দায় স্বীকার করেছে।

প্রেসিডেন্ট ওবামার রুশ প্রেসিডেন্ট পুটিনের সঙ্গে দেখা হয় সম্মেলনের বাইরে। এ সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

XS
SM
MD
LG