অ্যাকসেসিবিলিটি লিংক

G7 নেতারা রাশিয়া ও ইউক্রেনের প্রতি আলোকপাত করছেন


সাতটি শিল্পোন্নত রাষ্ট্রের সংগঠন G7 এর নেতারা আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো বৈঠক করেছেন। এই বৈঠকে ইউক্রেনের সংকটে রাশিয়ার সম্পৃক্ততার ওপর আলোকপাত করা হয়।

সকাল বেলায় ঐ গোষ্ঠিটির বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা , ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে পৃথক ভাবে আলোচনা করবেন। পরে মি ওবামা ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলান্দের সঙ্গে নৈশভোজে যোগ দিতে বিমানে প্যারিস যাবেন।

বুধবার আরও পরের দিকে G7 নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের প্রতি সম্মান প্রদর্শনের , সে দেশের পুর্বাঞ্চলে যোদ্ধা ও অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য এবং ইউক্রেনের সঙ্গে সীমান্ত এলাকা থেকে সম্পুর্ণ সৈন্য প্রত্যাহারের জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন।

যৌথ বিবৃতিতে নির্দিষ্ট নিষেধাজ্ঞা জোরালো করার এবং তাৎপর্যপূর্ণ ভাবে আরও বিধিনিষেধ আরোপের ব্যাপারে রাশিয়াকে সতর্ক করে দেওয়া হয়েছে।

এই শীর্ষ বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়নি । মার্চ মাসে ক্রিমিয়া উপদ্বীপে মস্কোর হস্তক্ষেপ এর পর এই পদক্ষেপ নেওয়া হয়।
XS
SM
MD
LG