অ্যাকসেসিবিলিটি লিংক

গাদ্দাফির মরদেহ সমাহিত করা হয়েছে গোপন অবস্থানে


লিবিয়ায় অন্তবর্তী কতৃপক্ষের কর্তা ব্যক্তিরা বলছেন – সাবেক ক্ষমতাচ্যুত নেতা মোয়াম্মার গাদ্দাফির মরদেহ সমাহিত করা হয়েছে কোনো রকম চিহ্ন রাখা হয়নি, এমন গোপন এক অবস্থানে । কর্মকর্তারা বলছেন – গাদ্দাফি , তাঁর নিহত পুত্র মোতাস্সিম এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী আবু বাকার ইউনীসকে একই গোরস্থানে সমাহিত করা হয়েছে মঙ্গলবার । সেই শুক্রবার থেকেই গাদ্দাফির মরদেহ সবার দেখার জন্যে প্রদর্শনে রাখা হয়েছিলো বন্দর শহর মিসরাতার একটি হিমাগারে । বাসিন্দারা লাইন বেঁধে ঐ মরদেহ দেখতে যাচ্ছি্ল । ইতিমধ্যে সিরত্-এর চারধারের এলাকায় অরক্ষিতভাবে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র পড়ে রয়েছে বলে একটি মানবাধিকার গোষ্ঠি জানিয়েছে । গাদ্দাফিকে ওখানেই পাকড়াও করা হয় গত সপ্তাহে।

নিউ ইয়র্ক ভিত্তিক Human Rights Watch মানবাধিকার গোষ্ঠী মঙ্গলবার বলেছে – তারা দুটি অবস্থানে গিয়ে দেখতে পেয়েছে সেখানে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপনাস্ত্র , ট্যাঙ্ক , মর্টার এবং অন্যান্য অস্ত্রশস্ত্র-গোলাবারুদ রয়েছে । অরক্ষিত এসব অস্ত্রশস্ত্র যে বিপজ্জনক হতে পারে কথাটা জাতীয় অন্তবর্তী পরিষদ ও নেটোকে জানিয়েছে Human Rights Watch ক’মাস ধরেই । বলেছে এসব সুরক্ষিত করা অন্তবর্তী সরকারের অগ্রাধিকারভিত্তিক কাজ হওয়া দরকার।

XS
SM
MD
LG